আধুনিক যুগে
---------------------------------------------
-------শিব পদ রায়
এ যুগের মানুষ গুলো খুবই ব্যস্ত,
নির্দিষ্ট ক্রিয়াকর্ম অন্যকে করে ন্যস্ত।
সময় নাই দেখভালের শুধু ব্যস্ততা,
মোবাইলে নিত্য কথা বাদ মূল বার্তা।

আধুনিক যুগে কম্পিউটারে কাজ করে,
হাতের লেখা চলবে না আর সাদরে।
মূহুর্তে যে কোন ম্যাসেজ ছড়িয়ে পড়ে,
মানুষ তা অনুভব করে বারংবারে।

প্রাচীনকালে কোন বার্তা গুরুত্ব দিত,
ধৈর্য্য ধরে আগেকার মানুষ শুনতো।
ডিজিটাল যুগে ব্যস্ততায় সম্ভব না,
যান্ত্রিক চেতনায় অনুভব সান্ত্বনা।

এ যুগে কলাকৌশলে সব কুক্ষিগত,
চিন্তা ভাবনায় স্বল্পতায় তা আয়ত্ব।
সুদুর প্রসারী নয় স্বল্প পরিসরে,
আধুনিকতা আদলে ইচ্ছা পূর্ণ করে।
        
        তাং- ২৮/০৫/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া, খুলনা।