অবস্থান
---------------------------------
-------শিব পদ রায়
জীবনে অবস্থান কোথায় কে বলবে?
যিনি আজ উচ্চাসনে কাল কোথা হবে।
আজি রাজাধিরাজ কাল সে মাগে ভিক্ষা,
গ্রহচক্রে পাল্টে জীবন দেয় শিক্ষা।
যেন সে রাজমহিষী ধনীর দুলালী,
মানবকে করে না মূল্যায়ন খেয়ালী।
এমন সেদিন আসতে পারে জীবনে,
মানবেতর জীবনযাপন দর্শনে।
চেহারা নিয়ে বড়াই করা উচিৎ নয়,
অহংকার বিচূর্ণ হয়ে বদলে যায়।
ক্ষণিকের জন্য আসা এই পৃথিবীতে,
হাসি খুশি মন নিয়ে থাকবে ধরাতে।
কি আছে কপালে লেখা কেউতো জানে না,
শেষ পরিণতি সান্ত্বনা নয় বেদনা।
সুখে থাকলে ভূতে কিলায় দেখা যায়,
গদাইলস্করি চালে হয় বিপর্যয়।
তাং-২৪/০১/২৫ ইং