অবসর জীবন
-------------------------------------
---------শিব পদ রায়
অবসরে করতে হবে তীর্থ ভ্রমণ,
ঈশ্বরের নামে কেটে যাবে এ জীবন।
যদি কাজের ভিতর থাকা যায় ভালো,
মন মানসিকতা করবে সদা আলো।
সবার সাথে মিলেমিশে চলতে হবে,
নিজ ভেবে সকলকে কাছে টেনে নিবে।
আচরণ মার্জিত সহজ সাবলীল,
বেড়ে যাবে শতগুণে তব মনোবল।
তোমার মধ্যে আছে অনন্ত মহাশক্তি,
জাগ্রত করতে হবে বাড়বে আসক্তি।
ভোরে হাটাহাটি শারীরিক শক্তি বৃদ্ধি,
দূর হবে দুশ্চিন্তা নিয়ত আত্মশুদ্ধি।
সকাম কর্মে ফল আসক্তি থাকে বর্ত,
নিষ্কাম কর্মে ঈশ্বর জ্ঞান বিধিমত।
ষোল নাম বত্রিশ অক্ষর নিত্য জপ,
গীতামৃত আস্বাদনে সিদ্ধি হবে তপ।
তাং-৩১/০১/২৫ ইং