আবার হবেতো দেখা
-----------------------------------
-------শিব পদ রায়
আবার হবেতো দেখা সকলের সনে,
বেঁচে থাকলে হয়তো বা পড়বে মনে।
সুকর্ম করলে বারংবার ভালবাসে,
সবাইতো আসতে চায় তার পরশে।
স্মৃতিগুলো কখনো হাসায় বা কাদায়,
আবার কখনো চুপিসারে উঁকি দেয়।
প্রকৃত ভালবাসা অমর হয়ে ভাবায়,
প্রিয়জনের সাথে কাটে আকুলতায়।
তুমি আজ কত দূরে বলা দিন শেষ
চিঠিতে মনের ব্যথার নাই অবকাশ।
মূহুর্তেই চাক্ষুষ প্রমানের মত ব্যবস্থা,
ইন্টারনেট দিচ্ছে সরেজমিনে আস্থা।
কত বেদনা জানাবো তব নিরালায়,
হৃদয়ে অনুপ্রাণিত করার প্রত্যয়।
দিন সন্নিকটে চেতনার অবক্ষয়,
তবু দেখা হবে ঘুরে ফিরে ভাবনায়।
তাং-১৪/০১/২৫ ইং