আবার আসিব ফিরে
------------------------------------
-----------শিব পদ রায়
আবার আসিব ফিরে এ গ্রাম বাংলায়,
ফের শুনতে পাবো কলকাকলী তায়।
নদীর কলতান পাখি ডাকা ভোর বেলা,
স্নিগ্ধ সুন্দর শিশুকালের নিত্যখেলা।

হয়ত পক্ষ্মীবেশে গগনে বিচরণ,
নইলে ক্ষুদ্র পিপীলিকা হয়ে ভ্রমণ।
পৃথিবীর আলো বাতাস যেমন আছে,
কালের বিবর্তনে কিছু বদল পিছে।

মনুষ্যজনম আর হবে কিনা জানি না,
এ জন্মে কিয়দংশ সুকৃতির ভাবনা।
মানবজনম পেয়ে করি নাই কিছু,
অনাদর ও অবক্ষয়ে কাটিছে পিছু।

জাগতিক কল্যানে কিছু প্রয়াস ঘটে,
দয়াল যেন সেটুকু ঘটায় ললাটে।
ভক্তপদরেণু হোক জীবনের সার,
পরজন্মে ভক্তাশীষ পাই বারংবার।
        তাং- ১৭/০৪/২৪ ইং
   শিরোমণি, ডুমুরিয়া,খুলনা।