আগে যদি জানতাম স্বার্থপর এ
পৃথিবীতে কেউ কারো নয় ।
তবে কাউকে নিয়ে এতো ভেবে
কভু নষ্ট করতাম না সময় ।
করতাম না স্রষ্টার দেয়া দেহ ও
মনের এতো ক্ষতি সাধন ।
স্রষ্টার ধ্যানেই পরে থেকে করে
যেতাম সর্বদা আরাধন ।
কিংবা তার আরও অন্য সৃষ্টিরই
জন্য দিতাম সুদৃষ্টি ।
নয়তো বাউল বনে আপন মনে
করতাম সুর সঙ্গীত সৃষ্টি ।
কৃষ্টি কালচার গড়ে তুলতাম সব
বনের পশুপাখিদের সনে ।
কেউ দিতো না আঘাত কভু এই
দিলখোলা ভোলেভালা মনে ।
কভুও ভাবিনি একজন পেলে মন
কেমনে দেহ পায় আরেকজন !
মন দেয়া নেয়া হলে পরে কেমন
করে পর হয় অতি প্রিয়জন ?