সফল লুটেরা ওরা বেজায় দুধর্ষ খুনি ডাকাত খল
ওরা দলবল নিয়ে ভালোই জানে করতে চর দখল ।
এ যুগেও দখলদারিত্বে ওদের যে জুড়ি মেলা ভাড়
এ কাজে কারো কাছে এরা কভু মানবেও না হার ।
দখলদার ছিল এদের পূর্বসূরিরাই তাই জানে বেশ
চর ভেবে তাইতো সবে দখল করে রেখেছে দেশ ।
দখলের সম্পত্তি; কিসের তবে আপত্তি লুটে খেতে !
যা ইচ্ছে তাই হেথায় করছে সবাই মহানন্দে মেতে ।
চর দখলের সম্পত্তি তাই অন্যদেরকে দেবো কেন ?
দখলদারের ভাবনাই এমন সবাই তাই ভাবে যেন ।
তাদের বোধ বুদ্ধির অগম্য দেশটা যে গন মানুষের
তদুপরি ঘনবসতির কারণে সংকট যত বসবাসের ।
যেখানে এখনই জরুরী প্রয়োজন আইনের শাসন
সেই সাথে কঠোরভাবে মানা চাই ধর্মীয় অনুশাসন ।
সেথায় আজও চলে দখলবাজি স্বজনপ্রীতি দুর্নীতি
বহাল তবিয়তে আজও চলে মধ্যযুগীও রীতিনীতি ।
নিজেদের মূর্খতা নিয়ে কোন লজ্জা তো নেই মোটে
উল্টো অপরকে বিষোদগারে কথার শুধু খৈ ফোটে ।
প্রায় প্রতিটি স্তরে যদিও তারা চরমভাবে হচ্ছে ব্যর্থ
তবুও গলাবাজি ও কারসাজি করে ছাড়ে ভিন্ন অর্থ ।
হয়তো এসব চলে ঐ চর দখলে সুশীল সমাজে নয়
আর একটি মুহুর্ত কালক্ষেপণ বিনা হোক বোধদয় ।
দখলদারিত্ব দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করি এখনই
আমরা সত্যিকারেই যদি এক বাপের জন্মানো হই ।
রচনাকালঃ- সকাল ১০:৩৪টা, ১৯ আশ্বিন ১৪২৯, ৪ অক্টোবর ২০২২, মিরপুর, ঢাকা ।