যদি না পারো চালাতে দেশ
কেন গো তবু এতো খায়েশ
হতে এমন সমস্যাসংকুল
দেশ জনতার নেতা ?
নাইকো তেমন শিক্ষাদীক্ষা
মাবাবা করে বেড়াত ভিক্ষা
তবু অধিপতির মতোই
চাও একচ্ছত্র ক্ষমতা !
দেশ চালাতে চাই বুদ্ধিজ্ঞান
খাঁটি দেশপ্রেমিক হৃদয়বান
করতে হয় ধর্মকর্ম থাকা
চাই বিশ্বজনীন মমতা ।
এসব ছাড়া নেতা হও যারা
দেশে দুর্যোগ আনো তোরা
দেশটা ধ্বংস করার পর
প্রকাশ কর অক্ষমতা ।
নেতাগিরি করে করছ চুরি
দেখাচ্ছও আবার বাহাদুরি
জারিজুরি ফাঁস হলেই
নেতা হবি ছেঁড়াখ্যাতা ।
তোদের মতো নেতা না হলে
এ দেশ বেজায় ভালো চলে
সর্বস্তরেই করবে বিরাজ
সহিষ্ণুতা সহমর্মিতা ।
রচনাকালঃ- বেলা ৩:৪২টা, ১ ফেব্রুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।