ভরা যৌবনে কার দর্শনে
জুয়া জোচ্চুরি নেশা পানে
সোনার এ জীবনটা সেতো করলেই রে বরবাদ ।
যেন বিনা মেঘে বজ্রপাত
হঠাৎ করে পরে প্রাণপাত
পরলি আর মরলি কিন্তু আর করলি না জিহাদ !
মৃত্যুর ভয়েই শাসক দলে
নীতি বিকিয়ে গেলে চলে
মজলুমকে জুলুম দিতে জালেমের নিলে পক্ষ ।
ভেবেছিলে তুমি নও বোকা
তাই জনতাকে দিলে ধোঁকা
বুঝালে গুণ্ডামিতে তোমার মতো কে অত দক্ষ !
গায়ে গতরের দানবীয় শক্তি
তাতে করলে জালেম ভক্তি
আহা! যা দিয়ে হতে পারতে অমর শহীদ তুমি !
অথচ সেই তো হলেই লাশ
মিটালে নেতার উচ্চাভিলাষ
প্রতিপক্ষকে ফাঁসিয়ে অশান্ত রাখলে মাতৃভূমি !
আল্লাহর জিহাদি ঐ নির্দেশ
অন্যায় হাত দ্বারা কর শেষ,
নয়তো মুখে প্রতিবাদ, নিদেন পক্ষে কর ঘৃণা ।
তুমি চাইলে তার বিপরীত
তাতে কি আর হয়রে হিত
ভেবে দেখো তো, এমন মরণ অভিশপ্ত কিনা ?
রচনাকালঃ- রাত ১১:৫৮টা, মঙ্গলবার, ১৪ জৈষ্ঠ্য ১৪৩১, ২৮ মে ২০২৪, মিরপুর, ঢাকা ।