ওহে সকল নামজাদা মুসলমান
ধর্মটা কি তোমাদের শুধু একটি
নাম সর্বস্বের আচার অনুষ্ঠান ?
কি মজা, কালেমা নামাজ আর
রোজা পালনে যে ভারি সোজা !
তাই রাখো রোজা পড় নামাজ
বলছি না লোক দেখানো কাজ ।
তবে সামর্থ্য থাকতেও দাও না
কেন নিসাব পরিমাণ যাকাত ?
এই একটি কাজই তো বিশ্ব হতে
দারিদ্র্যতা হতো রে কুপোকাত !
ইসলামের পঞ্চস্তম্ভে যা অন্যতম
তা না দেয়া তো আত্মঘাতীসম !
যা তোমার ধন সম্পদ করে শুদ্ধ
অকল্যাণের পথ করবে অবরুদ্ধ !
দিনে দিনে হবে যে সম্পদশালী
সে যাকাত দিতে কর তালিবালি !
নাম কামাতে বিলাও লুঙ্গি শাড়ী
যা নিতে পদপিষ্টে লাশের সারি ।
বাহাদুরি দেখাও তার গণমাধ্যমে
কেন এ ঘৃণ্য কর্ম যাকাতের নামে ?
হায় ! হায়রে অভাগা মুসলমান,
উপায় থেকেও চাও না পরিত্রাণ !
যে সম্পদে আছে গরীবেরও হক
তা ভক্ষণে তুমি তো মহাপ্রতারক !
সেই দিন রোজ হাসরের ময়দানে
বাড়ী গাড়ি ঝুলিয়ে দেবে গর্দানে !
তাই যাকাত দিতে কর না প্রহসন
সঙ্ঘবদ্ধভাবে তা কর আদায় বন্টন ।
এমনিভাবেই বন্টন করতে হয় তা
গ্রহীতা যেন সহসা হয় যাকাত দাতা ।
নইলে পরকাল তো অনেক পরে
ইহকালেই যাবে ঐ দায় শোধ করে ।।
রচনাকালঃ- দুপুর ২:০৬টা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, মিরপুর, ঢাকা ।