কেন জানি কেউবা আজও দাবী তুলে
এই উপমহাদেশটা তো হিন্দুদের...
মুসলমানরা বলছে বৃটিশ দখল মুক্ত
করতে বেশি অবদানই ছিল তাদের ।
এভাবেই অনাদিকালের মালিকানার
দ্বন্দ্বে নানান চেতনাও হচ্ছে লালন ।
কিন্তু এর মালিক মূলত যে আল্লাহই
তা ভুলেই কি সবার এ আস্ফালন ?
তাই নিয়ে যুদ্ধ বিগ্রহ করে কত যুগ
ধরে, কত মানুষের হলোও কবর ।
তুমি আমিও হাঁটছি পরিশেষে সেই
পরিনতির পথে আছে কি সে খবর ?
মালিকানার ধান্দায় সকল বান্দায়
নেপথ্যে করে শুধু চেতনা চেতনা ।
যেথা হবে কবর তার নাইতো খবর
জানে না সেথা পোহাবে কত যন্ত্রণা !
চেতনাধারী বিশ্বকাঁপানো নেতাদের
একদা নাম নিশানাও যাবে মুছে ।
আল্লাহর জমিন সেদিন থাকবে কার
দখলে ঐ নেতাকেই বা কে পুছে ?
তার জমিনের উপর তার আইনের
প্রতিষ্ঠায় কারোই কোন কথা নাই ।
অথচ হীন স্বার্থ চরিতার্থেরই চেতনা
বাস্তবায়নে উন্মত্ত আছি যেন সবাই ।
কতেক লোকের সাময়িক লাভলাভ
বাকীরা তো হয় নিদারুণ শোষিত ।
তবু নাকি ঐ চেতনাই সব সমাধান
যেন একমাত্র বিধান বলে ঘোষিত ।

রচনাকালঃ- বেলা ১১:৩০টা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, মিরপুর, ঢাকা ।