তোষামোদি করার পাকা বিদ্যা বুদ্ধিটা
দিয়ে তুমি বনে গেলে হে বুদ্ধিজীবী !  
কিসব ছাইপাঁশ সাহিত্য আর ইতিহাস
লেখেজোখে বাঁচলে যে হয়ে পরজীবি !

জালেমদের হাতে পায়ের খুনের দাগ,
ময়লা-কাদা চেটে করে পরিস্কার ।
বাগিয়েও নিয়ে নিলে তো পদ পদবী
খেতাব আর তাবড় তাবড় পুরস্কার !

তাদের করুণায় বেঁচেবর্তে রইছ বলে
চোখে ঠুলি পড়ে করছ গুন গান ।
জাতির সঙ্গেও বেঈমানী করে নির্জলা
মিথায় করছ কত না বিবৃতি প্রদান ।

সাদাকে সাদা কালোকে কালো বলে
চলার মতো নেই তো সেই মেরুদণ্ড ।
এতোকাল কতনা জ্ঞান গড়িমা অর্জন
করলে, শেষকালে হলে তো মহাভণ্ড !

শুন্যের সামনে সংখ্যা না দিলে যেমন
হাজার শুন্যেরও বাড়ে না মান ।
তেমনি তোমার গাঁদা গাঁদা ডিগ্রিগুলো
শেষে বৃথা হলো না জেনে কোরআন ।

বুদ্ধি খাঁটিয়ে নিজ বলে বলীয়ান হয়ে
না বেঁচে, বাঁচলে জ্ঞান বুদ্ধি বেঁচে ।
দেখলেও না কেউ বাঁচতে হেথা মুক্তা
মানিক আনে গভীর সাগর সেঁচে !

রচনাকালঃ- রাত ১০:২০টা, সোমবার,  ৪ ভাদ্র ১৪৩১,
১৯ আগষ্ট ২০২৪, মিরপুর,  ঢাকা ।