রাষ্ট্রীয় গন মাধ্যমগুলো যখন নিয়ন্ত্রণে
সামাজিক মাধ্যমগুলো ততক্ষণে
সোচ্চার হয়ে উঠলে সব ।

জ্বাজ্জল্য প্রমাণসহও সত্য প্রকাশ হলে
মুখটা বাঁচাতে তারা তখনই বলে
ওসব- গুজব গুজব গুজব...

সেই খবরটা যদি হয় তাদের মনমতো
আহা ! খুশিতে বাক-বাকুম করতো
না হলেই ওটা গুজব, কি আজব !

ঘটনা যা ঘটে, কিছু না কিছু তো বটে
এমনিতেই কভু কিছু কি আর রটে,
উঠে কি আর শুধু শুধুই রব ?

যেই করুক না পাপ যতই সংগোপনে
প্রভু করবে প্রকাশ জানাতে সর্বজনে
গুজবের অবসানে ঘটে বাস্তব ।

ধামাচাপা দেবার প্রচেষ্টা হলে নস্যাৎ
তুখোড় মুখরতা স্তব্ধ হয় তৎক্ষনাৎ
সর্ব দর্প চূর্ণ শেষে কবি নীরব...

রচনাকালঃ- রাত ১০:১৭টা, বুধবার, ৩০ শ্রাবন ১৪৩১,
১৪ আগষ্ট ২০২৪, মিরপুর, ঢাকা ।