বাংলাদেশ মোদের ক্ষুদ্র হলেও
পুরো বাঘ সিংহেই ভরা ।
কাজে নেড়ি কুত্তার মতো কেউ
ঘেউ ঘেউ করিস না তোরা..
তোদের চেয়ে জ্ঞানে গুনেও যে
আমরা হাজার গুনে ভালো ।
একটু খানিক সুযোগ পেলেই
সারা বিশ্বে ছড়াই আলো ।
স্বাধীনতার পর পঞ্চাশটা বছর
তোরা করেছ কত চক্রান্ত ।
তা না হলে আমরা সাফল্যের
কত পথ করতাম অতিক্রান্ত..
বন্ধুত্বের ছলে ও কলে কৌশলে
কত করেছ গো বেঈমানী ।
তোদের সকল সেই ছলাকলা
এখন আমরা সবাই জানি ।
এখন কেটেছে অন্ধকার উঠেছে
অরুণ তাই ওসব বন্ধ করুন ।
অবাধ তথ্য প্রবাহের দরুন আজ
জেগেছে মোদের সব তরুণ ।
সাহস বুদ্ধি জ্ঞান প্রজ্ঞার সম্মিলনে
মহাচৌকস এই তরুন সমাজ ।
সারা বিশ্বে যাদের তুল্য এ অমূল্য
সম্পদ কারোই নেই তো আজ ।
সংখ্যায় কে কত, বড় নয় সেতো
বড় বিশ্বাস সাহস বুদ্ধি গুনে ।
আমরাই সে-ই বিশ্ব সেরা জাতি
চুপচাপ থাকো না রে শুনে ।
রচনাকালঃ- বিকাল ৫:৪৫টা, শনিবার, ২৬ শ্রাবণ ১৪৩১, ১০ আগষ্ট ২০২৪, মিরপুর, ঢাকা ।