ওরা বারেবারে এই সোনার দেশের তরে
কত অমূল্য প্রাণ করেছে কুরবান ।
তোরা কি ভাই রক্ত কেনা এই দেশটাকে
গড়তে একটুও করেছিস আত্মদান ?
কেমন তোদের এই খবিস আত্মা রে ভাই,
কি করেই বা বলিস এ দেশের নাগরিক ?
তাই তোদের খাই খাই স্বভাবটাকে আমি
ঘৃণাভরে জানাই ধিক শতাধিক ।
লজ্জা মোটে নাইরে তোদের, ঐ পৈশাচিক
আত্মা নিয়ে আবার হতে চাস জননেতা !
আরে নেতা হতে লাগে যে ধৈর্য্য সহ্য বুদ্ধি
জ্ঞান ত্যাগ তিতিক্ষা লাগেও আধ্যাতিকতা ।
কিন্তু তোদের তো এসবের নাইরে বালাই,
বল কি করে তোদের হাতে দেশটা চালাই ?
নাকি বলছিস তোদের অবাধ মনের সাধ
মিটাতে আমরাই দেশটা ছেড়ে পালাই ?
তোরা নাকি আবার দাবী করিস মুসলমান,
তবে নিশ্চয় পাঠ করিস হাদীস কুরআন ?
জানো না নিজে নেতা হতে চাওয়ার প্রস্তাব
নবীজি (স.) সর্বাগ্রে করেছেন প্রত্যাখান ।
শোন এটা এখন আমজনতার স্বাধীন দেশ,
স্বাধীনভাবে হবে সুযোগ্য নেতা নির্বাচন ।
তুমি নেতা হতে করনা অযথা অপচেষ্টা নীচ
উপর হাত করে কর না কোন আয়োজন ।
নেতা হয়ে অর্থবিত্ত সম্মান প্রভাব প্রতিপত্তি
দাপট দেখানোর যদি থাকে মানসিকতা ।
আজই বন্ধ কর ঐ দিবাস্বপ্ন আর যাই কর
না কর নষ্ট কর না নেতার আদর্শিকতা ৷
রচনাকালঃ- রাত ১১:০৫টা, শনিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ৭ সেপ্টেম্বর ২০২৪, মিরপুর, ঢাকা ।