ভুত-পেত্নীদের তাণ্ডব কাহিনী শুনেছি
কিন্তু স্বচক্ষে আজও দেখি নাই ।
তবে দেখেছি মোদের নেতানেত্রীদের
কারবার, হুবহু যেন তেমনটাই ।
ওরা বলে দেশে সুশাসন আর উন্নয়ন
করতে আপনাদের ভোটটি চাই ।
আপনাদের সেবা করার জন্য একবার
মোদের সুযোগ দিন না ভাই ।
ভোটারের দ্বারে দ্বারে ঘুরে হাতেপায়ে
ধরে ভোটটি দিলে সবাই ।
ভাতে মরা ভিখারীরা রাতারাতি রাজা
বাদশাহ বনে যায় ধাইধাই ।
জনতা জিজ্ঞেসীলে তাদের, দেশ তো
আগের চেয়ে খারাপ হলো মশাই?
ভুতের মতো ভেংচি মেরে তারা বলে
এর চেয়ে বেশী কিচ্ছু করার নাই ।