ওরে ও ভদ্রবেশী স্বার্থানেষী
নপুংসক যদু মধু মহাশয় ।
এবার গা ঝাড়া দিয়ে নেমে
পড়ে ভয়কে কর রে জয় ।
পুরুষ হয়ে শাড়ি চুড়ি পড়ে
ঘরে কেমনে লুকিয়ে রয় ?
ওরে ঘোমটা খুলে ভয় ভুলে
মাঠে নামার এটাই সময় ।
তাদের বেজেছে পতন ঘন্টা
এখন তো ভয়কে কর জয় ।
তোমার মতো কাপুরুষদের
জন্যই তো এতো অবক্ষয় !
তিমির রাত্রী কেটেছে এবার
এখন হবেই হবে সূর্যোদয় ।
নারীরা জাগার আগে জাগো
কর নাহয় সাহসের অভিনয় ।
নয়তো তুমি পঁচে যাবে দিলে
ভীরু কাপুরুষের পরিচয় ।
তোমারই পূর্ব পুরুষদের ছিল
বীরের খ্যাতি বিশ্বজগতময় ।
অথচ তুমি কিনা ভীতু শিয়াল
সেজে থাকার করেছ প্রত্যয় ?