দেশের বিরাট নেতা বাটপার বিশু
ভোটে জেতার বানায় নানান ইস্যু
করতে বাজার চাঙ্গা
লাগিয়ে দেবে দাঙ্গা
যেন মেতে উঠা কিছু অবোধ শিশু !
নাহয় জনতাকে ভেবে কচিখোকা
ওরা বারেবারে দিয়ে যাবে ধোকা
দাঁড়িয়ে রবে জনগন
তামাশার ঐ নির্বাচন
করবে বিশ্ববাসীকে বানিয়ে বোকা ।
রাতের আধারে ব্যলট বাক্স ভরে
নয়তো ডিজিটাল ভোট চুরি করে
অবৈধ ক্ষমতায় যেতে
আবারও উঠবে মেতে
কি যায় আসে কিছু যদিবা মরে !
আর কতকাল খেলবে এসব চাল
কতকাল জনতাকে রেখে আবাল
ভোটে জেতার ধান্দা
এমন সব পঁচা গান্দা
চেতনা ফেতনার উঠাবে রে তাল ?
রচনাকালঃ- রাত ১১:৫৪টা, রবিবার, ২৮ মে ১৪৩০, ভারত ।