আমি ছিলাম সাচ্চা মুসলমানের সন্তান
ছলে বলে ধ্বংস করলে আমার ঈমান
পড়ালে কতই না মন্ত্র
অব্যাহত শত ষড়যন্ত্র
তোদের সনে চলে হয়েছিও নাফরমান
শেষে তোরাই কর প্রমাণ ভণ্ড মুসলমান !
যদিও মুসলিম নাম রাখি রহিম রহমান
কিন্তু কাঁপে না অন্তরাত্মা শুনেও আজান
পাপে সদা ডুবে থাকি
আল্লাহকে দেই ফাঁকি
তোদের জন্যই নিজেকে যে রাখি মর্ডান
শেষে তোরাই কর প্রমাণ ভণ্ড মুসলমান !
ঈমান নাই বলেই তো হয়েছি বেঈমান
বেঈমান কি কভু করে সুন্দর সমাধান
সে হয় অপরিনামদর্শী
মানে না স্বজন পড়শী
স্বীয় স্বার্থ হাসিলেই যে নিবেদিত প্রাণ
শেষে তোরাই কর প্রমাণ ভণ্ড মুসলমান !
আরে মুসলমান যদি হারায় রে ঈমান
তবে সেই তো হয়ে উঠে বড় শয়তান
তাই কোন লাভ নাই
ভালো রাখতেই ভাই
আমাকে তোদের পথে কর না আহবান
শেষে তোরাই কর প্রমাণ ভণ্ড মুসলমান !
বরং আমায় যদি রাখো সাচ্চা মুসলমান
ধরণীতেই গড়ে দেবো সুন্দর বাসস্থান
সবাই থাকবে সুখে
অশান্তি দেবো রুখে
যুৎসই সঙ্গীও পাবে না ইবলিশ শয়তান
ইসলাম মানেই দেখবে শান্তি ও কল্যাণ !
রচনাকালঃ- রাত ১১:৫৬টা, মঙ্গলবার, ২১ চৈত্র ১৪২৯, ৪ এপ্রিল ২০২৩, মিরপুর, ঢাকা ।