তোমায় আজও কত ভালোবাসি বন্ধু
কভু কি চেয়েছ জানতে ?
জানলে এক পশলা স্বর্গ সুখ পেতাম
একটুও যদি তা মানতে...
আমি ভালোবেসেছি যেমন তোমায়
ঘুম হতে জেগে দিনের শুরুতে ।
ভালোবেসেছি প্রতিটি দিনই ভাবতে
ভাবতে রাতেও ঘুমাতে ঘুমাতে ।
আমি ভালোবেসেছি যেমন তোমায়
উদাসী চৈতালী পূর্ণিমা রাতে ।
ভালোবেসেছি তেমন তোমায় ভয়ে
গা ছমছমে আমাবশ্যাতে ।
ভালোবেসেছি যেমন করে উতালা
আগুন রাঙা ফাগুনে ।
ভালোবেসেছি তেমন তোমার স্বজন
বন্ধুর কত খিস্তিখেউড়ও শুনে !
ভালোবেসে আমি মরেছি তোমারই
চোখ ধাঁধানো রূপের আগুনে ।
পাগলপারাও হয়ে আছি যে তোমার
অসাধারণ ব্যক্তিত্ব ও বুদ্ধি-গুনে ।
তোমায় ভালোবেসেছি যেমন করে
আমার চরম বিপদসংকুল দুর্দিনে ।
তোমার বিরহ শোকে মূহ্যমান থাকি
সফলতার মহানন্দেরও দিনে ।
আমার সকল প্রাপ্তির আনন্দগুলোও
ম্লান হচ্ছে বন্ধু শুধু তোমার বিনে ।
জানি না আর বাকিটা জীবন আমার
কাটবে কিভাবে কেমনে...!!
তা ভাবতে ভাবতে নিঃশেষ হচ্ছি সদা
ভাবতে আর পারিনে বন্ধু ভাবতেও
আর পারিনে ।
রচনাকালঃ- রাত ১২:৪১টা, সোমবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩০, ৪ ডিসেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।