গরীবরা ভালোবাসা বুঝেনা বুঝে
শুধু পেট ভরাতে একথাল ভাত ।
ধনীর ভালোবাসা শুধুই শারীরিক
তাই দেখে না তারা জাতপাত ।
মধ্যবিত্তের চিত্তে যত ভালোবাসা
থাকুক তারা পায়না সেই মানুষ ।
একবার পেয়ে হারালেই তো আর
তাদের থাকেনা কোন জ্ঞান হুঁশ ।
ভালোবাসা আসলে এ ভবে শুধুই
মরিচিকা কুহক মিথ্যা মায়া ।
যার জন্য ধ্বংস কতজনের সহায়
সম্বল সক্ষমতা ও অমূল্য কায়া ।
স্রষ্টা ও তার রসূল (স) কে অন্তর
থেকে যেই শুধু বেসেছে ভালো ।
ইহকাল ও পরকালে তার জীবনে
সেই দেখেছে চির সুখের আলো ।
তাই কোন একজনকে ভালোবেসে
বন্ধু করতে চেয়ে সুখে বসবাস ।
অপার সম্ভাবনার জীবনে অযাচিত
দুঃখ ডেকে কর না গো সর্বনাশ ।
রচনাকালঃ- দুপুর ২:৪১, বৃহস্পতিবার, ২৮ পৌষ ১৪২৯, ১২ জানুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।