আজ যদিগো এভাবে না ভালো বাসতাম তোমায়,
তবে কি জানতাম মানুষের থাকে এতো ঘৃণা ?
দেখতাম কি এতো নিষ্ঠুরতা ? এটা সত্যি ভালো
না বাসলে তা আর কভু দেখাও হতো কিনা !
না, সত্যি জানাও হতো না এমন গুরুতর একটা
বিষয় যা আজীবনই জানা থাকতো বাকী ।
তাতে দেহ মন পুড়ে অঙ্গারও করেছি বটে, তবে
এ শিক্ষাটাও নিতে নিজেকে দেয়নি ফাাঁকি ।
রোজ হাশরে চেঁচিয়ে বলতে পারবো প্রভু তোমার
সৃষ্টির ভালোবাসায় নিজকে করেছিলাম উজার ।
ওহো- এই ভালোবাসা তো নস্যি ! যেথা তোমার
এতো নেয়ামত পেয়েও মানুষ থাকে বেজার ।
আসলেই তোমার মানুষ জাতিটা বড় বিচিত্র সৃষ্টি
যাদের অন্তর বুঝা যে বড়ই দায় ।
যাদের মন দিল উজার করে সবটুকু ভালোবাসা
দিলেও হতে হয় সর্বশান্ত অসহায় ।
যাদেরকে বেশী ভালোবাসতে গেলে কিনা পেতে
হয় বুকভরা একরাশ অবর্ণনীয় কষ্ট ।
আর তোমারই সুদৃষ্টি সম্পন্ন বিশেষ কিছু মানুষ
যাদের বঞ্চনায় অমূল্য জীবনগুলো করে নষ্ট ।
পথভ্রষ্টও হয় অনেক মানুষ তোমারই এই মানব
জাতিকে বাসতে গিয়ে ভালো ।
তোমার দেয়া ভালোবাসা যদিও এক অন্যতম গুণ
তবুও এ দুনিয়ায় এর একটা দিক ঘোর কালো ।
রচনাকালঃ- সকাল ৯:৩৭টা, রবিবার, ২৭ ফাল্গুন ১৪২৯, ১২ মার্চ ২০২৩, মিরপুর, ঢাকা ।