সবাই যদি বুঝতো এই পৃথিবীতে আসার অর্থ
তবে কি অন্ধভাবে দেখতো কেউ নিজের স্বার্থ ?
প্রত্যেকেই এসেছি হেথা প্রভুর প্রতিনিধি রূপে
কিন্তু স্বার্থান্ধ হয়ে সবে পড়ে থাকছি অন্ধকূপে ।
ভালোবাসার মানুষকেও পর করি স্বার্থের জন্য
এতো ভয়ানক স্বার্থপরতায় কেবা হয়েছি ধন্য ?
মানুষের এমন স্বার্থান্ধের ভালোবাসা বাসিতে
কতজনার জীবন বিপন্ন কেউ ঝুলেছে ফাঁসিতে !
সঠিক দৃষ্টিভঙ্গির অভাবে করি যে সবে অন্যায়
একটু সুখ পেতে গিয়ে ভেসেছি পাপের বন্যায় ।
একটি নিখাঁদ ভালোবাসা যদিও শ্রেষ্ঠ ইবাদত
অথচ এ কাজটি করতেও করি ধ্বংসের মহরত ।
যার সাথে কখনো পারবো না জীবনে জড়াতে
কেন তবে যাবো তাকে অযথাই স্বপ্ন দেখাতে ?
কেন কাউকে বিরহ যন্ত্রণায় ধুঁকে ধুঁকে মারবো,
কেন প্রভুর এক সৃষ্টিকে সর্বনাশ করে ছাড়বো ?
এর চাইতে ভালো তাকে বিষ খাইয়ে মারাতে
অন্তত মুক্তি পেতো অবর্ণনীয় বিরহ যন্ত্রণা হতে ।
রচনাকালঃ- রাত ১২:৩১টা, শুক্রবার, ২ আষাঢ় ১৪৩০, ১৬ জুন ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।