স্বর্গ হতে আসা ওহে প্রেম ভালোবাসা
মানুষকে আর কতটা করবে নিরাশা
কত দেবে ধোকা ভাঙ্গবে আশা আর
কত না খেলা খেলবে এমন সর্বনাশা ?
আর কতই বা হবে প্রতারিত নির্যাতিত
হবে ধিকৃত বঞ্চিত অপমানিত লাঞ্চিত
কত মানব সন্তানকে আর করবে তুমি
দুঃখে কষ্টে বা রোগে শোকে জর্জরিত ?
আর কত বুকে জ্বালাবে তুষের আগুন
ব্যর্থদের কাটা ঘায়ে কত ছিটাবে নুন
এসিডে কত ঝলসাবে মুখ কত নারীর
ধর্ষণ কত জনাই বা বেঘোরে হবে খুন ?
নিষ্পাপ হৃদয়ে আর কত ভরাবে পাপ
মন ভেঙ্গে মসজিদ ভাঙ্গারই অভিশাপ
কেন তবে স্বপ্ন দেখাও ঘর বাঁধবার
পরিশেষে ব্যর্থ করে করাও পরিতাপ ?
সবার ভালো চাও তো স্বর্গে চলে যাও
এ মর্তের মানুষকে এবার বাঁচতে দাও
শিগগির বাঁচাও অবক্ষয় কবলিত হতে
আর নয়তো আগে আমার মাথা খাও ।
রচনাকালঃ- রাত ১১:৫৭, শুক্রবার, ২৬ কার্তিক ১৪২৯, ১১ নভেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।