করতে না পারলেও তেমন ভালো কাজ
তাতেও তো ভাই নেইকো মোটে লাজ
দু'চারটে বিক্ষিপ্ত কাজে
লাভও হয়না এ সমাজে
বরং ভালোর সঙ্গে হোক সম্পর্ক বিরাজ
ভালোর সম্মিলন বিনা ধ্বংস যে সমাজ !
একাকী ভালো কাজ তেমন যায়না করা
এজন্য ভালো মানুষদের চাই সংঘ গড়া
ভালো কর্মে আসে বাধা
একাকীত্বে গোলক ধাঁধা
ভালো মানুষের সহবতে ভাগে দুঃখ জরা
যাদের জন্য আজও টিকে আছে বসুন্ধরা ।
বহু ভালো কাজের চেয়ে ভালো সৎ সঙ্গ
অন্তত গায়ে লাগে না অসতের দাগ রঙ্গ
একাকীত্ব নীরব ঘাতক
ঘুচাতে হতে হই চাতক
বড় নেয়ামক বটে ভালোদের ভাবতরঙ্গ
মন্দের অপতৎপরতা করতে হলে নাশ
ভালোর সহবতে সদাই করবো বসবাস
শয়তানরা থাকেনা একা
ভালো থেকে খায় ধোকা
তাই গড়ি সৎ সঙ্ঘ ঘটাতে বুদ্ধি বিকাশ
সৎ সঙ্গ স্বর্গবাস অসৎ সঙ্গ যে সর্বনাশ !
রচনাকালঃ- রাত ১১:৫১টা, শনিবার, ১৯ কার্তিক ১৪৩০, ৪ নভেম্বর ২০৩২, মিরপুর, ঢাকা ।