ইদুর দৌড়ের জীবনে কারো
দেখি নাতো মোটেও স্বস্তি ।
স্বজন বন্ধুূ ভুলে সবাই আজ
করে যে টাকার সঙ্গে দস্তি ।
যে যতই পায় সে ততই চায়
না পেলেই করে হায় হায় !
টাকাবিনা কারো ভাবনা চিন্তা
যেন অচল এই দুনিয়ায় ।
ধ্যান জ্ঞান কি স্বপ্ন সাধনা শুধু
যে অর্থ উপার্জনের জন্য ।
স্রষ্টার সৃষ্ট অনন্য এ জীবনও
এছাড়া হয়না যেন ধন্য ।
আবার ঐ টাকার পিছে ছুটতে
গিয়ে জীবন হলো না গড়া ।
উপলব্ধিটা ঠিক এলো তখনই
যখন হলে রে ঘাটের মরা ।
রচনাকালঃ- রাত ১১:৫২টা, সোমবার, ১৬ শ্রাবণ ২৪৩০, ১২ মহরম ১৪৪৫, ৩১ জুলাই ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।