দেশ জুড়ে বেশ জেঁকে বসে আছে যে
আজও এক অদ্ভূত পরিবেশ !
দিনকে দিন দাম বাড়লেও সবকিছুরই
এটা মাগনায় মিলছে অশেষ ।
রোগে শোকে পড়লে বা কিছু করলেই
হয় শুরু, গুরু বনে দেয় উপদেশ !
যত থাকনা পূর্ব অভিজ্ঞতা দক্ষতা তার
তবু তাকে উপদেশ দেয়ার নেই শেষ ।
অযাচিত এই চর্চা আসলে অভব্যতারই
যে এক অংশ বিশেষ ।
খেয়াল করলে দেখা যাবে এ উপদেশ
দাতাদের নেই অভিজ্ঞতার লেশ ।
তবুও উপদেশ দেওয়ার এমন প্রবণতা
প্রকাশে মনে লুকায়িত হিংসা বিদ্বেষ ।
ঘরে ঘরে বোঝাই ব্যর্থ মানুষ কিন্তু এই
উপদেশকারীর ফলনভারে ন্যুজ এদেশ ।
চলতে-ফিরতে, উঠতে-বসতে, সবারই
কান ঝালাপালা হয় শুনতে উপদেশ