উপচে পড়া ভীড়ে ভরা সুপার মার্কেট
ব্র্যান্ড ও ট্রেন্ডের পিছেই উজার পকেট ।
বিবেকী বান্দা হতভম্ব হয়ে ভাবে হায় !
এতো টাকা পয়সা এরা কোথায় পায় ?
এমনিই তারা উড়াচ্ছে টাকা বেহিসেবী
কেউবা দিনে লক্ষ টাকার মাদক সেবী !
এরা নাকি সবাই নব্য ধনীদের দুলাল
বাপ-মারা তাদের হঠাতই লালে লাল  !  
তাই বেসামাল ওদের সন্তানসন্ততিগন
টাকা উড়াবার ফন্দি ফিকির সারাক্ষণ ।
মার্কেটের ফুটপাতে নেমে দেখতে হয়
অনাথ শিশু কিশোরের অসহায় আশ্রয় ।
কনকনে শীতের রাতে জুবুথুবু অবস্থায়
কোনমতে প্রাণ বাঁচায় জড়িয়ে বস্তায় ।
আর আমরা হাঁদারামরা কোটি জনগন
ঘরে আয়েশ করে পর্দায় দেখি উন্নয়ন ।
সেই উন্নয়নকারীরাই হয়েছে নব্য ধনী
ঐ উন্নয়নের ফুটপাতে কারো নয়নমণি !  
গাছের খেয়ে তলেরও কুড়িয়ে সাবাড়
সাধ্য কার ছোবড়ায় খুঁজে নেয় খাবার ?
তাইতো সুপার মার্কেট আর ফুটপাতে
ভীড় বাড়তে থাকবে শুধু এই দুটোতে ।।

রচনাকালঃ- সন্ধ্যা ৬:০৩টা, সোমবার,  ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, মিরপুর, ঢাকা ।