আদর্শ চরিত্রহীনদের বানিয়ে নেতা,
দেশের অবস্থাটা করেছে যাচ্ছে তা !
যখন শিক্ষা দীক্ষায় উন্নত সভ্যতা,
তখন আমরা চষছি মুর্খতা, বর্বরতা !
শিক্ষা কারিকুলামেও নেই ভব্যতা,
তবে কি জাতিটাকে দাস বানাবার
উচ্চাভিলাষী ভাবনারই বিলাসিতা ?
রচনাকালঃ- রাত ২০:২১টা, বৃহস্পতিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩০, ২৩ নভেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।