তুমি কি সত্যি সত্যি চরম নিষ্ঠুর, মায়া দয়া
বলে মোটেও কিছু নেই তাহলে ?
আমাকে নির্মমভাবে ফেলে চলে গেলে যেন
বাঘের মুখে দিয়ে ঠেলে !
জানতে না, তুমি নির্ভর আকাশ চুম্বী বেড়ে
উঠা আমি কতটা পড়বো ঝড়ের কবলে ?
জানতে না, তোমার স্বপ্ন ডানায় ভর করেই
উঠেছিলাম যে ঐ উচুঁ শিমুলের ডালে ?
জানতে না, তুমিই যে ছিলে আমার মানিক
রতন সাত রাজার ধন এই পোড়া ভালে ?
আমাকে ফেলে বল তো কতটা শান্তি পেলে
আর কতটা সুখী হলে ?
যার জন্যই আমার সাজানো স্বপ্নগুলো সব
ভেঙ্গে তছনছ করে দিলে ?
কারো স্বপ্ন ভঙ্গ করে কি জীবনে কখনও
সুখ শান্তির দেখা মেলে ?
আর যদিও বা মেলে সত্যি সত্যি তোমার
মতো এতো নিষ্ঠুর কেউ নেই তাহলে !
তবে ওগো মায়াবীনি নিষ্ঠুর নন্দিনী আর
একবার এসে দিয়ে যাও মুখে বিষ ঢেলে ।
আমি পরম তৃপ্তির সাথে এই ভবের মায়া
ত্যাগ করে মৃত্যুর কোলে পড়ি যেন ঢলে ।
তোমার জীবনের বড় আপদটিকে বিদায়
করে চিরসুখে থাকবে তাহলে....
রচনাকালঃ- রাত ১২:৫২টা, বৃহস্পতিবার, ২৬ মাঘ ১৪২৯, ৯ ফেব্রুয়ারি ১৪২৯, মিরপুর, ঢাকা ।