মরিয়া হয়ে ঘুরেছিলাম তোমার পিছু
আমি কি চেয়েছিলাম খুব বেশী কিছু ?
চেয়েছিলাম সর্বদা শুধু থাকবে পাশে
তাতেই তো হতো আমার জীবন ধন্য ।
জগতের সার্বিক মঙ্গল করারই তরে
চেয়েছিলাম নিজেকে ঠিক নেব গড়ে
যেহেতু আমার সৃষ্টিটাও হয়েছে এই
জগতের সকল সৃষ্টির কল্যানের জন্য ।
না থাকুক তোমার কোন বংশ মর্যাদা
না থাকুক সেই শিক্ষা দীক্ষা নামজাদা
তবুও তুমি আমার কাছে এ জগতের
যেন সমস্ত নারীকুলের মধ্যেই অনন্য ।
তোমার জন্য সবই দিয়েছি জলাঞ্জলি
দেবতা সেজে চাইতাম নাতো অঞ্জলি
যদিও দেবার ছিল এক স্বর্গীয় সম্পদ
তাও তুমি দিতে করলে এতো কার্পণ্য ?