দেশটা এখন একটা মগের মুল্লুক,
এখানে বসবাস করাই ভীষন দায় !
চারপাশে ভরে গেছে বাঘ ভাল্লুক,
দেশটা এখন একটা মগের মুল্লূক,
ওদের সহযোগী সব বানর উল্লুক !
তাই মানুষেরা হেথা বড্ড অসহায়!
দেশটা এখন একটা মগের মুল্লুক,
এখানে বসবাস করাই ভীষন দায় !
রচনাকালঃ- রাত ৯:৪০টা, শনিবার, ২৫ চৈত্র ১৪২৯, ৮ এপ্রিল ২০২৩, রামপুরা, ঢাকা ।