আমার চলমান রেলগাড়িটা একদিন গন্তব্যে পৌঁছবেই
ততদিন কে থাকবে কে থাকবে না তাতো আমি জানিনা
কত স্টেশনে কতজনে ইচ্ছে মতো নামবে আর উঠবেই
আমার চলমান রেলগাড়িটা একদিন গন্তব্যে পৌঁছবেই
চলতে চলতে জানি রকমারি কিছু অভিজ্ঞতা তো হবেই
তবু থাকবো সেই রেলগাড়ীতে আমি যে বাধা মানি না
আমার চলমান রেলগাড়িটা একদিন গন্তব্যে পৌঁছবেই
ততদিন কে থাকবে কে থাকবে না তাতো আমি জানিনা ।
রচনাকালঃ- রাত ১১:১৫টা, মঙ্গলবার, ২৬ পৌষ ১৪২৯, ১০ জানুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।