সমাজে কিংবা সংসারে কখনো না এলে বিপর্যয়,
বেরিয়ে আসে না তো মানুষের ঐ প্রকৃত চেহারা !
এছাড়া আর পাওয়া যায় না তার আসল পরিচয়
সমাজে কিংবা সংসারে কখনো না এলে বিপর্যয়,
চেনা সহজ কি যারা সাধুবেশী মুখোশ পরে রয় ?
বিপর্যয় না এলে তো প্রকাশ্যে আসে না তাহারা !
সমাজে কিংবা সংসারে কখনো না এলে বিপর্যয়,
বেরিয়ে আসে না তো মানুষের ঐ প্রকৃত চেহারা !
রচনাকালঃ- বিকাল ৪:১৮টা, মঙ্গলবার, ২৯ শ্রাবণ ১৪৩১,
১৩ আগষ্ট ২০২৪, মিরপুর, ঢাকা ।