হাতি যদি চলে যায় খাদের কিনারায়
তখন ব্যাঙও তারে মারতে চায় লাথি
সে ভাবে এখন তারে কে বাঁচাবে হায়
হাতি যদি চলে যায় খাদের কিনারায়
অসহায়ত্বে হিংসুক সুযোগ নিতে চায়
শয়তান যে তখন তার হয় পরম সাথী
হাতি যদি চলে যায় খাদের কিনারায়
তখন ব্যাঙও তারে মারতে চায় লাথি ।
রচনাকালঃ- রাত ১১:৫০টা, শনিবার, ৪ চৈত্র ১৪২৯, ১৮ মার্চ ২০২৩, মিরপুর, ঢাকা ।