দুনিয়াটাতে ধর্ম নিয়ে অশান্তি হচ্ছে বটে,
কিন্তু ধর্ম ছাড়া নেই তো কোনই সমাধান
যার অভাবে স্বভাবে চরম দূবৃত্তায়ণ ঘটে
মানুষ পাশবিক কাজ করে তাই অকপটে
ভালোটা ছাপিয়ে শুধুই কুৎসা নিন্দা রটে
এছাড়া মানুষের কি করেই হয় কাণ্ডজ্ঞান
দুনিয়াটাতে ধর্ম নিয়ে অশান্তি হচ্ছে বটে
কিন্তু ধর্ম ছাড়া নেই তো কোনই সমাধান।
রচনাকালঃ- রাত ১১:৩১টা, শুক্রবার, ৯ আষাঢ় ১৪৩০, ২৩ জুন ২০২৩, ব্যঙ্গালোর, ডারত ।