বুকের ভিতরে দাউ দাউ করে জ্বলে ইটের ভাটা
তবু দেখাই হাসি মুখে কত সুখে যেন আছি বেঁচে
কেঁদে লাভ কি যদি কপালটা হয় আজন্মের ফাটা
বুকের ভিতরে দাউ দাউ করে জ্বলে ইটের ভাটা
এই আগুন নেভানোর কারো নেই যে বুকের পাটা
সে জন করে আপন যদি নেভাতে না আসে যেচে
বুকের ভিতরে দাউ দাউ করে জ্বলে ইটের ভাটা
তবু দেখাই হাসি মুখে কত সুখে যেন আছি বেঁচে ।
রচনাকালঃ- রাত ৯:১৫টা, রবিবার, ১৮ আশ্বিন ১৪২৯,
২ অক্টোবর ২০২২, মিরপুর, ঢাকা ।