আমি বিনামুল্যে দুগ্ধ বিতরণকারী গোয়ালা
লোকালয়ে খুঁজে ফিরি কে আছে অপুষ্টজন
যেচে দিতে গিয়েও পাইনা পরিছন্ন পেয়ালা
আমি বিনামুল্যে দুগ্ধ বিতরণকারী গোয়ালা
চেয়েছিলাম হতে মানবতারই ফেরিওয়ালা
স্বপ্নই আমার পুষ্টজনের করবো পুষ্টি পূরণ
আমি বিনামুল্যে দুগ্ধ বিতরণকারী গোয়ালা
লোকালয়ে খুঁজে ফিরি কে আছে অপুষ্টজন ।
রচনাকালঃ- রাত ১১:৫৫টা, মঙ্গলবার, ২৬ আশ্বিন ১৪২৯, ১২ অক্টোবর ২০২২, মিরপুর, ঢাকা ।