অবাধ তথ্য প্রযুক্তির প্রবাহে আজ
সন্ত্রাসীরা ফাটাচ্ছে তথ্য বোমা ।
তুমি কি টিকে থাকতে পারবে হে
আমার প্রিয়তম-প্রিয়তমা ?
ওরা বাক স্বাধীনতার নামে ইচ্ছে
খুশি কথাবার্তা বলছে বেফাঁস ।
ভিত্তিহীন মনগড়া আর বানোয়াট
কথায় শুধু ছড়াচ্ছে তথ্য সন্ত্রাস ।
এতো তথ্য উপাত্তের ভীড়ে সত্য
মিথ্যার নির্ণয় করবে কিভাবে ?
যদিবা তোমার জ্ঞানের পরিধিটা
গণ্ডিবদ্ধ কিবা থাকে কুপ্রভাবে ।
আবার রং তামাশার জীবনাচারে
জ্ঞানার্জনের পথ রাখো অবরুদ্ধ ।
তবে তো ধর্মান্ধ কিবা নাস্তিকের
কুপ্ররোচনায় বাঁধাবেই ধর্মযুদ্ধ !
তাই তথ্য প্রবাহের গড্ডালিকাতে
গা না ভাসিয়ে কর সত্যান্বেষন ।
ভাঙ্গো ঐ তথ্য সন্ত্রাসের বিষদাঁত
যদি ভবে চাও শান্তির আবাসন ।
রচনাকালঃ- সন্ধ্যা ৫:৫৬টা, শুক্রবার, ২৯ চৈত্র ১৪৩০, ১২ এপ্রিল ২০২৪, মিরপুর, ঢাকা।