চলছে রমজান মাস
নেই কোন অবকাশ
মোটে উন্নাসিকতায় চলতে ।
তালে তালে সবাই
ধর্ম কর্ম করে যাই
পারি না তাই যা তা বলতে ।
এক মাসের প্রশিক্ষণ
হৃদয়ে করলে ধারণ
শরীর মন সবি হয় পরিশুদ্ধ ।
তাই এর শিক্ষা দ্বারা
খুব সহজে যে তারা
জয় করে কঠিন জীবন যুদ্ধ ।
আবাল বৃদ্ধ বণিতা
করে না যে ভণিতা
সিয়াম সাধনায় থাকে মগ্ন ।
হে আল্লাহ দয়াময়
তুমি হও গো সদয়
কারো স্বপ্ন কর নাগো ভগ্ন ।