তোমার নেতা পুরো দেশের জনতা
ধোঁকা দিয়ে শুধু আঁকড়ে রয় ক্ষমতা ।
আমার নেতা পাপতাপে উদ্ধারকর্তা
যার উম্মতের প্রতি অতুলনীয় মমতা ।
তোমার নেতা দিনে মহৎ কিন্তু রাতে
জুয়া নেশা ব্যভিচারিতেও থাকে মত্ত ।
আমার নেতা দিনে শ্রম ঘাম ঝরিয়ে
রাতে থাকত নামাজ ও জিকিরে রত ।
তোমার নেতা মুখে বলে এক কিন্তু
কাজ করে সব সময় ঠিক তার ভিন্ন ।
আমার নেতা নিজে যা না করত তা
কাউকে বলতো নাতো কোন দিনও !
তোমার নেতা সারাক্ষনই শুধু করে
বেড়ায় অপরের গীবত সমালোচনা ।
আমার নেতা তা কখনো না করতে
সবাইকে করত কঠোরভাবেই মানা ।
তোমার নেতা খুন ধর্ষণ ও লুটপাটে
চিহ্নিত প্রত্যক্ষ পরোক্ষ মদদ দাতা ।
আমার নেতা দুনিয়ার ক্রান্তিকালে
উনি তো প্রভুর প্রেরিত স্বয়ং ত্রাতা ।
তোমার নেতা তার স্বার্থে সমাজে
ছড়ায় হিংসা হানাহানি দ্বন্দ্ব বিভেদ ।
আমার নেতা আল্লাহরই মনোনীত
জাতি গড়তে ভুলিয়েছে ভেদাভেদ ।
তোমার নেতা দেশটা লুটে রাজার
হালে বেঁচে থাকতে চায় ইহকালে ।
আমার নেতা সব বিলিয়ে সবাইকে
নিয়ে সুখে থাকতে চায় পরকালে ।
তোমার নেতা অর্থ উড়িয়ে ব্যনারে
ফ্যাষ্টুনে মিডিয়ায় দেয় রংঢঙা ছবি ।
আমার নেতা গেঁথে দিয়েছে দিলে তা
তিনি যে মোদের স্রস্টার শ্রেষ্ঠ নবী ।
তোমার নেতা তার স্বার্থেই তোমার
মস্তিষ্কে ঢুকিয়েছে মন গড়া চেতনা ।
আমার নেতা বলেছে আল্লাহর বিধান
বিনা সব মত পথ সৃষ্টি করে ফেৎনা ।
তোমার নেতার সাথে তাইতো রোজ
হাসরে তোমারও হবে কঠোর বিচার ।
আর আমার নেতা যেহেতু আল্লাহরই
বন্ধু তাই অবলীলায় আমি পাবো পার ।
রচনাকালঃ- রাত ১০:৪১টা, শনিবার, ১৯ মাঘ ১৪৩০,
৩ ফেব্রুয়ারী ১৪৩০, মিরপুর, ঢাকা ।