তোমাকে ধন্যবাদ - অশেষ ধন্যবাদ
আমার স্বপ্নগুলো করে দিতে বরবাদ !
পুরুষ যদিও কাঁদে না, কিন্তু আমায়
কাঁদিয়ে মিটালে আরও বাঁচার স্বাদ ।
তোমাকে ধন্যবাদ - অশেষ ধন্যবাদ।
আমায় করালে অনুভূতিহীনে পরিণত
স্বীয় মৃত্যু মঞ্চে তাই হাসবো অবিরত
আরও ধন্যবাদ তোমায় আমার দিলটা
করে দিতে শক্ত শিলা পাথরের মতো ।
তোমাকে ধন্যবাদ - অশেষ ধন্যবাদ
আমার স্বপ্নগুলো করে দিতে বরবাদ !
পুরুষের কেন হবে অত কোমল হৃদয়
কেন তাকে যথাতথায় হতে হবে সদয়
তাই তোমার আঘাতদানে মনে প্রাণে
নিজেকে সংবরণে হয়ে উঠলাম নির্দয় ।
তোমাকে ধন্যবাদ - অশেষ ধন্যবাদ
আমার স্বপ্নগুলো করে দিতে বরবাদ !
হয়তো বা তোমার সনে না চললে পথ
গতিরোধ হতো না এই দূরন্ত মনোরথ
ভুল করেই শেখে মানুষ; আমিও নাহয়
এই শিক্ষায় নিয়ে নিলাম কঠোর শপথ ।
তোমাকে ধন্যবাদ - অশেষ ধন্যবাদ
আমার স্বপ্নগুলো করে দিতে বরবাদ !
রচনাকালঃ- রাত ১১:৫৭টা, শনিবার, ১১ ভাদ্র ১৪৩০. ২৭ আগষ্ট ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।