কারো কারো মাথার উপর দুয়েক ফোঁটা
বৃষ্টি পড়লেই তার কেঁপে আসে জ্বর ।
কেউ কেউ বৃষ্টিতে ভিজে ভিজেও করছে
আয় রোজগারের কাজ কর্ম দিনভর ।
বিজ্ঞানও বলছে ঐ বৃষ্টিতে ভেজার সাথে
আসলে জ্বরের কোন সম্পর্ক নেই ।
অথচ এমনটাই ঘটছে পৃথিবীর প্রায় সব
মানুষেরই এবং সব খানেই ।
শৈশবে যারা শুনেছিল বৃষ্টিতে ভিজলেই
হয় জ্বর তাদেরই শুধু সেটা হয় ।
আর সে সময় যে ছিল দুরন্ত কোন কিছু
মানতো না এসব তার জন্য নয় ।
তবে কি এর রহস্য? আসলে নাকি এর
পেছনে মূল কাজটাই করছে তথ্য ।
যা আমাদের জীবন পরিচালনার জন্যই
অন্যতম এক নেয়ামক আবশ্যিক পথ্য ।
তথ্য দ্বারাই পরিচালিত হয় মস্তিষ্ক আর
মস্তিষ্কই সৃষ্টি করে সকল বাস্তবতা ।
এই মস্তিষ্ক শুধু দেহের সাথে নয় আছে
তার বিশ্ববহ্মাণ্ডের সাথেও সম্পৃক্ততা ।
মানুষ স্রষ্টা ও প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ
তাই তা অর্জনও করে যা সে ভাবে ।
এক মস্তিষ্ক থেকে তথ্য আরেক মস্তিষ্কে
যায় যা দেখি তার আচরণ স্বভাবে ।
তথ্য এমনই শক্তিশালী যে প্রায় মৃতকে
করে তুলতে পারে পুরোপুরি জীবিত ।
পারে মহামারির মতোই চালাতে তাণ্ডব
বিশাল জনপদকে ধ্বংসস্তুপে পরিনত ।
মস্তিষ্ক কভু সত্যমিথ্যাকে করতে পারেনা
নির্ধারণ তাকে যা দেবে সে তাই করবে ।
হৃদয় থেকে হয় যে তথ্য প্রেরণ যার যার
তথ্য অনুযায়ী সে সেভাবে সব গড়বে ।
কাজেই এই তথ্য যখন আমাদের মস্তিষ্ক
পরিচালনা করার এক অন্যতম কারণ ।
তাই আমরা সবাই যেন সর্বদাই সঠিক ও
ইতিবাচক তথ্য হৃদয়ে করি ধারণ ।
রচনাকালঃ- বেলা ৩:৩৮টা, সোমবার, ২ মাঘ ১৪২৯,
১৬ জানুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।