আর কতকাল দেখবে রে বাঙ্গাল
ওদের ভেল্কিবাজি খেল তামাশা ?  
আজও কি তোদের মিটে নাই ঐ
পৈশাচিক মনের আয়েশী আশা ?
সিরাজউদ্দৌলা হতে সাঈদি হত্যা  
তোদের দেয়নি কি কোন দিশা ?  
তোদের দিলে কি মোহর মেরেছে,
চোখে ঠুলি, কানে ঢেলেছে সিসা ?
নাকি নির্বোধ পূর্ব পুরুষদের ন্যায়
কাটেনি লাল রক্ত দেখার নেশা ?
নাকি যৌবনেই ধারণ করেছ ওরে
তোরা অশীতিপর বৃদ্ধের দশা ?
তোদের মতো হলে কি হতো রে
বাংলা মোদের রাষ্ট্র ভাষা ?
তোদের মতো হলে কি হতো রে
স্বাধীন বাংলাদেশে বাসা ?
তোদের নির্লিপ্ততা একটি জাতির
জন্যে নয় কিরে বড় সর্বনাশা ?
শিক্ষিত হয়ে কি হলে, এর চেয়ে  
ঢের ভালো ছিল সেই মূর্খ চাষা !  
তাদের প্রতি জাতির ছিল অগাধ
বিশ্বাস আর ছিল নির্ভার ভরসা ।
কিন্তু তোমাদের এই নিষ্প্রভতায়  
জাতি শুধু পায় সলজ্জ হতাশা !
দাস হয়েই বিন্দাস বেঁচে থাকার
হায় ! এতো মনস্তাত্ত্বিক দূর্দশা ?  
যুগে যুগে আশা যুগিয়ে এসেছে
যখন দুর্দম তারুণ্যের শুশ্রূষা ।
তখন এই নমস্য তারুণ্যের প্রতি
জাতি কি করছে মিথ্যা প্রত্যাশা ?

রচনাকালঃ- রাত ১১:৪০টা, শুক্রবার, ১০ জৈষ্ঠ্য ১৪৩১, ২৪ মে ২০২৪, মিরপুর, ঢাকা ।