কি হে - স্বৈরাচারীর আশীর্বাদপুষ্ট শিক্ষক
রাক্ষসের মতো হয়ে উঠেছিলে না ভক্ষক
যেই ছাত্রদের জীবন ধ্বংসে উঠলে মেতে
দেখলে তো ওরাই যে এখন দেশ রক্ষক !
যারা জাতিটাকে করে রেখেছিল পরাধীন
তোরা তাদেরই পা চেটে রইলে তদাধীন
আর যাদের দাস বানাতে করতে চাইলে
মেধা বুদ্ধিহীন, তারাই দেশ করল স্বাধীন !
আহা! শিক্ষক হয়েও তোদের হল না হুঁশ
পড়লে পড়ালে, তবুও হলে না রে মানুষ
ঐ সন্তান তুল্য ছাত্রছাত্রীদের সঙ্গে কেমন
করলে অশ্লীল আচরণ, এবার খেলে ঢুঁশ !
শিক্ষক হয়েছিস না জেনেই প্রভুর বিধান
আবার তাও অবজ্ঞায় করেছিস অসম্মান
ওদের নাস্তিক বানাবার কোন চেষ্টায় কি
হলে সফল? দেখলে তো প্রভূর সমাধান !
মানুষ গড়ার কারিগর হয়েও কেন চাস,
শিক্ষার আড়ালে জাতিকে বানাতে দাস ?
ছিঃ ছিঃ ওরে ইতর- এবার লজ্জায় ডুবে
মর, তিল তিল করে কর নিজের সর্বনাশ !
রচনাকালঃ- সন্ধ্যা ৭:৫১টা, শুক্রবার, ২৫ শ্রাবণ ১৪৩১, ৯ আগষ্ট ২০২৪, মিরপুর, ঢাকা ।