একটি দানবীয় অক্টোপাস, জাপ্টে ধরে
চিঁড়েচ্যাপটা করে ফেলেছিল মোদের এতোদিন ।
পরাধীনতার শিকল ছিঁড়ে প্রভুর কৃপায়
যেন আবাবিল পাখিদের উসিলায় হলাম স্বাধীন !
হাফ ছেড়ে বাঁচলাম সবে তবে তাদের
রেখে যাওয়া চেলাদের অপতৎপরতা সামলাতে ।
আমরা ভেদাভেদ ভুলে হলাম প্রত্যয়ী
দূর্ভেদ্য প্রাচীর গড়বো তাদের সকল হামলাতে ।
আসছে যত দূর্যোগ দুর্বিপাক, আমরা
ততই হচ্ছি একাত্ম বাড়ছে আরও দেশাত্মবোধ ।
এতোকাল জাতি ছিল নানা মত পথে
মতানৈক্যে, আজ গড়ছে সবে প্রবল প্রতিরোধ ।
স্বৈরশাসকের বৈরী আচরণের শিক্ষায়
আর ভিনদেশীয় আগ্রাসন গুড়িয়ে দিতে পেরে ।
জাতি আজ একসূত্রের বন্ধনে আবদ্ধ
হলো শপথ নিলো দেশকে সবে গড়বে অচিরে ।
এমন দেশাত্মবোধ কভু দেখেনি কেউ
যেমনিভাবে সবে কাঁধে কাঁধ মিলে করছে কাজ ।
বিস্ময়কর চোখে তাকিয়ে দেখবে বিশ্ব
এই বীর বাঙালিরাই গড়বে মানবিক মহাসমাজ !!
রচনাকালঃ- রাত ৮:৩৫টা, শনিবার, ৯ ভাদ্র ১৪৩১,
২৪ আগষ্ট ২০২৪, মিরপুর, ঢাকা ।