যদি নিজেকে বল মানুষ
তবে হয়তো তুমি ফানুস !
এ নিয়ে করেছ যদি গর্ব
তবে নিশ্চয় তুমি শয়তান
আর নয়তো মহা অথর্ব !
কার কিইবা লেখাজোখা
ঐ দু'খানা পড়েছ বই ।
আর দুইটা সনদ বাগিয়ে
তুমি, করছ হৈচৈ ?
বুক চাপড়িয়ে বলছো তুমি
হয়ে গিয়েছ মানুষ !
আসলে কি হলে না হলে
বুঝবে কি, না খেলে ঢুঁশ ?
আবার ধর্ম ছাড়াই মানুষ
হতে কাউকে কহ যে ।
ধর্মসহ সৎকর্ম ছাড়া মানুষ
হওয়া যায় কি সহজে ?
বন্যেরা বন্য হতে মোটেও
হতে হয়না তো বিদ্যান ।  
কিন্তু মানুষকে মানুষ হতে
লাগবে ধর্ম জ্ঞান-বিজ্ঞান ।

কে তুমি, কোথা হতে কেন
এলে এই ভবে ?
তুমি মানুষ নও, যদি সঠিক
উত্তর জানা না থাকে তবে ।
স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে
শুধু তার প্রতিনিধি রূপে ।
আর তুমি তা বেমালুম ভুলে
ডুবে রইলে অন্ধকূপে ?
হেথাকার জীবন যাপনে যে
জ্ঞান তুমি করেছ অর্জন ।
সে তো স্রষ্টারই বিধান, তুমি
অবজ্ঞায় তা করছ বর্জন ?
কোথায়, কার কাছে শিখলে
হে এই জ্ঞান, এই মানবতা ?
এতো আদি পিতা আদমকে
শিখিয়েছে স্বয়ং বিধাতা ।
শিখিয়েছে তাকে যাহা কিছু
বলা চলা খানাপিনা সৎকর্ম ।
সেটাই তো তার বিধিবিধান
এবং সেটাকেই বলে ধর্ম ।
মানুষ এসবের কোন কিচ্ছুই
নিজে করেনি আবিস্কার ।
এসব কিছুই শিখিয়েছে স্রষ্টা
এ বিষয়ে থাকো পরিস্কার ।
তাই তুমি মানুষ তখনই যদি
থাকো স্রষ্টায় সমর্পিত ।
ষড়রিপুর বহ্নি শিখা যখনই
করতে পারবে নির্বাপিত ।।
আর তাই আগে তো তোমায়
ধার্মিক হওয়া চাই ।
ধর্ম ছাড়া মানুষ হতে শেখার
আর কোন বিকল্পই নাই ।।

রচনাকালঃ- সন্ধ্যা ৭:১৩টা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১,  
৪ সেপ্টেম্বর ২০২৪, মিরপুর, ঢাকা ।