এক গেরস্তের ঘরে ইদুর করেছিল গর্ত
তাতে ঢুকে পড়েছিল কাল সাপ ।
সেই গেরস্তের ঘরে বহুদিন ধরে যেন
রীতিমতো নেমে এলো অভিশাপ !

ইদুর খেতে সাপও গড়ল স্থায়ী আবাস
তার বিশাল বংশ জ্ঞাতি সুদ্ধ ।
গেরস্থরা সপরিবারে হলো ভীত সন্ত্রস্ত  
এবং হয়েও পড়লো বাকরুদ্ধ ।

মনসাদেবীর ধাম গড়েছে ভেবে কেউ
সাপদের শুরু করে পুজো অর্চনা ।
কবি সাহিত্যিক কীর্তনীয়রা এসে স্তুতি
গেয়ে তাই ফেলে সুরেরও মূর্ছনা !

সাপের ছোবলে কত সন্তানও তাদের
গেলে চলে চিরতরে ওপারে ।
হেথা হোথা করলেও নালিশ, সালিস
কেউ আর করতে নাহি পারে ।

কারো তারা দেবদেবী, কারো কাছে
সর্বনাশী বুকপিঠহীন আশীবিষ ।
কেউ ওদের নিয়ে জুড়েছিল বাণিজ্য
কেউ যন্ত্রণায় ভুগেছিল অহর্নিশ ।

অবশেষে গেরস্তের সাহসী প্রজন্মটা
ধ্বংস করল সাপের সেই নিবাস ।
সাহসীর জয় সর্বদাই হয় সাহসীরাই
তাই সর্বদাই গড়েও তারা ইতিহাস ।

রচনাকালঃ- বিকাল ৪:১৬টা, শনিবার, ২ ভাদ্র ১৪৩১,
১৭ আগষ্ট ২০২৪, মিরপুর,  ঢাকা ।