কোরবানি মানেই হলো ত্যাগ
তা করতেও যদি হই ভোগী..
বিপদ আপদ রোগ বালাইয়ে
আজ তাই বুঝি সবাই ভুগি !
কোরবানি, বান্দারই কল্যাণে
এতো আল্লাহর অমোঘ বাণী !
তা না করে অবিদ্যা বশত যা
দিয়ে আমরা দেখাই ফুটানি !
অর্থ শ্রমের শ্রাদ্ধ ঘটাই ঠিকই
তবু নিইনা তো তার শিক্ষা ।
তাইতো কেউ খাই দুনিয়াটাই
কেউ জীবনভর করি ভিক্ষা !
মানবতা-শিষ্টাচার-সহমর্মিতা
সমাজিকতা প্রতিবেশীর হক ।
কোরআনে সবই খুল্লাম খুল্লা
ভাবে আল্লাহ দিয়েছে সবক ।
কিন্তু না করি সুষ্ঠু বন্টন আর
না করি সঠিক ধর্ম পালন ।
করি শুধু প্রবৃত্তির দাসত্ব যত
শয়তানি বদমাশি লালন ।
ত্যাগের এই মহিমা জেনেও
যদি না ফেরে কারো হুঁশ ।
তবে সে চলমান পাষাণ যে
সে হবে না কভু মানুষ ।
রচনাকালঃ- রাত ১১:৫৩টা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, মিরপুর, ঢাকা ।