বড্ড হৃদয়বান এক কুকুর
স্বজনদের সাথে মোলাকাত
করতে গিয়েছিল বহুদূর...

প্রায় সাত আট ঘন্টার পথ
কয়েক দফা জিরিয়ে নিয়েই
পৌঁছাবার করেছিল শপথ ।
  
ভাবেনি বাঁধা দেবে কেউ
খানিক যেতে অন্যরা করে
তাড়া ঘেউঘেউ ঘেউঘেউ..

কোথাও দাঁড়াতে পারেনি
দেখা মাত্র কেউ তাকে পিছু
ধাওয়া করতে ছাড়েনি ।

আহার বিশ্রাম সব ভুলে
শুধুই সামনে দৌড়ে চলল
সে লম্বা লম্বা লম্ফ তুলে ।

শেষে লক্ষ্যেও পৌঁছালো
দু'ঘন্টায় পথ পাড়ি দিয়ে
সবার আাদরও পেলো ।

হয়তো না খেলে তাড়া
অত পথ পাড়ির ভাবনায়
হতাশে হতো দিশেহারা ।।

রচনাকালঃ- দুপুর ০২:২৬টা৷, মঙ্গলবার,  ২১ ফাল্গুন ১৪৩০,
৫ মার্চ ২০২৪, মিরপুর, ঢাকা ।